শুক্রবার সকালে কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে হামলা চালালো বিজেপি। বিজেপি নেতা রাকেশ সিংকে গোটা ঘটনার ফেসবুক লাইভ করতে দেখা যায়। তার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেস দপ্তরে থাকা রাহুল গান্ধী সহ বিভিন্ন নেতাদের পোস্টার ছেঁড়া হয়েছে। হাতে দলীয় পতাকা নিয়ে কংগ্রেস দপ্তরের ভিতর স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠে স্লোগান।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সকালে তাদের দপ্তরে কর্মীর সংখ্যা কম থাকায় আচমকা বিজেপি কর্মী সমর্থকরা ভিতরে ঢুকে আসে। ভিতরে ঢুকে চলতে থাকে দেওয়ালে লাগানো রাহুল গান্ধীর একের পর পোস্টার ছেঁড়ার কাজ। প্রদেশ কংগ্রেস দপ্তরের বাইরে থাকা রাহুলের পোস্টারও তারা ছিঁড়ে দেয়। কংগ্রেস দপ্তরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা।
গোটা ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। প্রদেশ নেতৃত্বের কথায় রাজ্যের শাসক দল তৃণমূলের কায়দায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার ফলে এই আক্রমণ। কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
অধীর চৌধুরি এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদ জানানো হবে রাজ্য জুড়ে। এক তরফা কোন কিছু হবে না।
এর আগে ২০১৭ সালে সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেই সময় সিপিআই(এম) কর্মী সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন। উল্লেখ্য ২০১১ সালের পর থেকে বামপন্থী এবং কংগ্রেসের একাধিক দলীয় দপ্তর গায়ের জোরে দখল করেছে তৃণমূল। কোথাও কোথাও ভেঙে দেওয়া হয়েছে দলীয় দপ্তর। এবার দেখা গেলো এরাজ্যের তৃণমূল সরকারের শাসন কালে অন্যতম বিরোধী দল কংগ্রেসের সদর দপ্তরে হামলা চালালো বিজেপি।
Comments :0