Monsoon Session 2025

বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র

জাতীয়

বাদল অধিবেশনে পহেলগাম, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে রাজি সরকার। সর্বদলীয় বৈঠকের পর এমনটা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সর্বদলীয় বৈঠক সারলো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর এদিনের বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে একাধিক বিষয় উত্থাপিত করা হয়েছে। বিহারে ভোটার তালিকার বিশেষ গভীর সংশোধনের বিষয় নিয়ে সংসদে আলোচনার দাবি জানানো হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। এই বিষয় এখনও কিছু জানানো হয়নি কেন্দ্রের পক্ষ থেকে।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং সংসদ বিষয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। জানা যাচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে বিরোধীদের কাছে সহযোগীতার আবেদন জানানো হয়েছে অধিবেশন চালানোর জন্য।
উল্লেখ্য পহেলগামে সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তী সময় যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির যেই বিবৃতি সেই বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন সরকারের কাছে করেছিল বিরোধীরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই আবেদনে কোন সারা দেওয়া হয়নি। 
বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছিল সরকার রাজি না হলে বাদল অধিবেশনে এই বিষয় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে তারা সরব হবেন। এর আগে আদানি নিয়েও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। সেই সময় কোন বিবৃতি দেননি প্রধানমন্ত্রী, উল্টে একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ ওম বিড়লা।

Comments :0

Login to leave a comment