Mamata Banarjee

নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য

স্থানীয় স্তরে ব্যার্থতাকে স্বীকার করে নিয়ে বিধানসভা নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করেন।
তিনি বলেন, ‘‘আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন, এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার।’’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্প চালু হওয়ার পর ১৮০ দিনের মধ্যে মুখ্যসচিব তার কাছে প্রকল্প সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। তিনি আরও বলেছেন এর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পও চলবে। মুখ্যমন্ত্রী দানি করেছেন দুয়ারে সরকার থেকে ১০ কোটি মানুষ উপকৃত হয়েছে। ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।
উল্লেখ্য তৃণমূল সরকার বার বার দাবি করে এসেছে তাদের সব কাজ শেষ। কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় স্তরে একাধিক বিষয় গাফিলতি আছে। রাস্তার সমস্যা, জলের সমস্যা রয়েছে। এর পাশাপাশি আছে তৃণমূলের সিন্ডিকেটের দাপাদাপি। পুকুর বুজিয়ে অবৈধ নির্মানের অভিযোগ আছে। এখানেই প্রশ্ন থাকছে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করেন তাহলে তার বিরুদ্ধে কি কোন পদক্ষেপ সরকার নেবে? আর যদি তৃণমূলের জন প্রতিনিধিরা তৃণমূল স্তরে কাজ করেই থাকেন তাহলে বিধানসভা নির্বাচনের আগে কেন এই প্রকল্প চালু করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে?

Comments :0

Login to leave a comment