East Bengal

অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো ইস্টবেঙ্গল

খেলা কলকাতা

কলকাতা ময়দানে খেলাধুলো কে সঙ্গী করে ইস্টবেঙ্গল ক্লাবের একের পর এক নিত্যনতুন উদ্যোগের সাক্ষী থেকেছে ময়দান। এবার শহরের খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়দের জন্য তো বটেই, সাধারণ মানুষের জন্য ক্লাব নিয়ে এলো বিনা অর্থে অ্যাম্বুলেন্স পরিষেবা। 
ক্লাব সূত্রে খবর যে কোন প্রয়োজন এক ডাকে পৌঁছে যাবে ইস্টবেঙ্গলের এই অ্যাম্বুলেন্স। গতকাল আনুষ্ঠানিক ভাবে পরিষেবার উদ্বোধন হয়। অনুষ্ঠানে ছিলেন সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জিব আচার্য, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, শীর্ষ কর্তা দেবব্রত সরকার প্রমুখ। ছিলেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরাও।

Comments :0

Login to leave a comment