Bhupesh Baghel

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

জাতীয়

ছত্তিশগড়ের আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের ছেলে চৌতন্য বাঘেলকে গ্রেপ্তার করলো ইডি। শুক্রবার তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রে খবর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাসির পর তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।
ছেলের গ্রেপ্তারির কথা নিজে এক্সহ্যান্ডেলে জানিয়েছেন ভুপেশ। উল্লেখ্য আজ তার ছেলের জম্মদিন। তিনি লিখেছেন, ‘‘আমার ছেলের জন্মদিনে তাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেই উপহার দিয়েছেন তা কোন গণতান্ত্রিক দেশে দেওয়া হয় না। আমার বাসভবন সহ আমার ঘনিষ্ট আরও দুজনের বাসভবনে ইডি আধিকারিকদের পাঠিয়ে তল্লাসি চালানো হচ্ছে।’’
বাঘেল উল্লেখ করেছেন যে আজ ছত্তিশগড় বিধানসভার অধিবেশনের শেষ দিন। তামনারে আদানি গোষ্ঠীর জন্য যে ভাবে রাজ্যের বিজেপি সরকার প্রাকৃতিক সম্পদকে শেষ করছে তার বিরুদ্ধে বিরোধীদের সরব হওয়ার কথা ছিল আজ। 
এর আগে একাধিক বার এই বিষয়ের তদন্তের জন্য তল্লাসি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অভিযোগ, ছত্তিশগড়ে প্রায় ২১০০ কোটি টাকার আবগারি দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে রাজ্যের কোষাগারের বিপুল টাকা চোট করা হয়েছে।

Comments :0

Login to leave a comment