Fire

আর্মহাস্ট্রিটে আগুন

কলকাতা

ফের কলকাতায় অগ্নিকান্ডের ঘটনা! বৃহস্পতিবার সকালে আর্মহাস্ট্রিট এলাকার চন্দ্র লেনে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। মূহূর্তে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকার মানুষের মধ্যে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান ওই প্রিন্টিং প্রেসে কোনো দাহ্য বস্ত থেকেই এই আগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

এদিন সকালে ওই প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বের হতে দেখেই বাসিন্দারা দমকলে খবর দেন। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু প্রেসের মুল শাটার বন্ধ থাকার কারনে এবং ধোঁয়ার জন্য আগুন নেভাতে বেগ পতে হয়। দমকল কর্মীরা গ্যাস মাস্ক করে, দরজার শাটার ভেঙে, গ্যাসকাটার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। দমকলের আরো তিনটি ইঞ্জিন মিলিয়ে মোট পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে কালো ধোঁয়া আশপাশের বাড়িতে ঢুকলে আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় ফের শহরের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কলকাতা কর্পোরেশনের নজরদারি নিয়েও।

Comments :0

Login to leave a comment