High Court SSC

অযোগ্যদের কেন পরীক্ষায় বসতে দিচ্ছে রাজ্য, প্রশ্ন হাইকোর্টের

রাজ্য

এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় কেন অযোগ্যদের আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে এসএসসি এবং রাজ্য সরকার জবাব চাইলো হাইকোর্ট। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন অযোগ্যদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে এসএসসি পক্ষ থেকে। আগামী সোমবারের মধ্যে এসএসসি এবং রাজ্যকে এই বিষয় অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।
এর আগে এই নতুন নিয়োগ নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। মামলাকারিদের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি ২০১৬ সালের প্যানেল। শীর্ষ আদালতের রায়ে নতুন করে করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সেই নির্দেশ অনুযায়ী এসএসসির পক্ষ থেকে ৩০ মে যেই বিঞ্জপ্তি জারি করা হয়েছে তাতে ২০১৬ সালের যেই নম্বর বিভাজন ছিল সেই বিভাজন মানা হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান এখনই এই বিষয় হাইকোর্ট কোন হস্তক্ষেপ করবে না। যদি কোন সমস্যা বা বেনিয়ম দেখা দেয় তখন তারা তাতে হস্তক্ষেপ করবে। এদিন বিচারপতি বলেন হাইকোর্টের কাছে অযোগ্যদের সুযেগ দেওয়ার বিষয়টি অনৈতিক বলে মনে হয়েছে।
উল্লেখ্য এসএসসির পক্ষ থেকে ৩০ মে যেই বিঞ্জপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে লিখিত পরীক্ষায় নম্বর থাকবে ৬০, ২০১৬ যা ছিল ৫৫। শিক্ষাগত যোগ্যতায় এবার থাকবে ১০ নম্বর, ২০১৬ সালে ছিল ৩৫। আর ইন্টারভিউয়ে থাকবে ১০ নম্বর।

Comments :0

Login to leave a comment