Myanmar

অন্তর্বর্তী অসামরিক সরকার বার্মায়, প্রস্তুতি সাধারণ নির্বাচনের

আন্তর্জাতিক

সামরিক বাহিনীই শাসনের মাথায়। তবে বার্মায় গড়া হয়েছে অন্তর্বর্তী অসামরিক সরকার। সামরিক জুন্টার প্রধানই কার্যকরী রাষ্ট্রপতি হিসেবে শাসনের প্রধান। 
বার্মার সরকারি বার্তায় বলা হয়েছে যে তদারকি প্রশাসনিক কাঠামোতেই নির্বাচন হবে বার্মায়। ২০২১’র পর  ডিক্রি জারি করে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই ডিক্রি খারিজ করা হয়েছে। 
২০২১’র সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রশাসনিক প্রধানের দায়িত্বে সামরিক কর্তা মিন অঙ লায়েঙ। নতুন নির্দেশিকায় তাঁর হাতেই ক্ষমতা রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশ। 
লায়েঙ বার্মার সরকারি সংবাদমাধ্যমে বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন হবে বার্মায়। তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন প্রশাসনিক কাঠামোয়। 
আন সাঙ সু কি-র নেতৃত্বাধীন নির্বাচিত অসামরিক সরকারকে সরিয়ে দিয়েছিল ২০২১‘র সামরিক অভ্যুত্থান। সম্প্রতি বার্মার সেনার বিরুদ্ধে সশস্ত্র পালটা সক্রিয়তা বেড়েছে। দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment