মর্মান্তিক ঘটনা ঘটে গেল ডুয়ার্সের বানারহাট থানার কলাবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লার ক্যান্টিন লাইনে।
শুক্রবার সন্ধ্যায় এক মহিলা তাঁর তিন বছরের শিশুপুত্রকে পাশে বসিয়ে ভাত খাওয়াচ্ছিলেন। আচমকা বাড়িতে চিতাবাঘ ঢুকে পড়ে। শিশুকে তুলে নিয়ে ঝোপের মাঝে চলে যায় চিতাবাঘ। মায়ের চিৎকার শুনে মহল্লার বাসিন্দারা বেরিয়ে এসে আলো জ্বালিয়ে খুঁজতে খুঁজতে দেখেন রক্তাক্ত মৃত অবস্থায় শিশু পড়ে রয়েছে।
তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে চা বাগানের বস্তিতে। খবর পেয়ে বন কর্মীরা এলে তাঁদের ঘিরে বিক্ষোভ চলতে থাকে। বানারহাট থানার পুলিশও আসে। এই সংবাদ লেখার সময়েও বিক্ষোভ চলছে বলে জানা গেছে।
Banarhat Leopard
খাওয়ানোর সময় মায়ের সামনে থেকে শিশুকে তুলে নিল চিতাবাঘ

×
Comments :0