নিম্নচাপের কারণে আগমী ২৪ থেকে ২৮ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপের আকাড় নিয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
Monsoon Season
নিম্নচাপের কারণে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

×
Comments :0