কাজের অভাব তাই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছেন রাজ্যের মানুষ। ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে কার্যত মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘গরীব লোক গুলো যারা বাংলার বাইরে কাজ করতে যায় তাদর অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতো।’’ কেন রাজ্যের মানুষ রাজ্যে না থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে সেই নিয়ে কোন কথা শোনা যায়নি তৃণমূল নেত্রীর মুখে।
তিনি বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরে আমরা লক্ষ করছি ভারত সরকার একটা বিঞ্জপ্তি প্রকাশ করেছে তাকে চ্যালেজ্ঞ করবো। বিজেপি শাসিত রাজ্য গুলোকে পাঠিয়েছে বলেছে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের গ্রেপ্তার করে আটকে রাখতে। মনে রাখবেন আমরা সব ভাষাভাষির লোকদের সম্মান করি। অন্যরাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ আমরা মেনে নেবো না।’’
এর আগে একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। কোথাও কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে সেই সব ক্ষেত্রে রাজ্য সরকারকে কোন ভূমিকা নিতে দেখা যায়নি। এদিনও মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোন কথা বলেননি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘নির্বাচনের সময় মতুয়াদের বাড়ি যায় আর অন্য রাজ্যে তাদের ওপর অত্যাচার করা হয়। রাজবংশী অনেককে পুশব্যাক করা হয়েছে।’’ উল্লেখ্য আসাম সরকারের পক্ষ থেকে যেই নোটিশ পাঠানো হয়েছে কোচবিহারে থাকা মহিলাকে সেই সমন বাড়ি গিয়ে দিয়ে এসেছে রাজ্যের পুলিশ। যা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গতকাল তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেন তার কাছে সব খবর থাকে। তিনি সব কিছু জানেন। তার পুলিশ আসাম সরকারের এনআরসি নোটিশ ধরাচ্ছে সেই কথা তিনি জানেন না?’’
গতকাল যাদবপুরে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে ৩৬ কোটি মানুষ। এই দেশে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এটা মানা যাবে না। আগামীকাল মুখ্যমন্ত্রী মিছিল করবেন। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বাঙালিদের অনুপ্রবেশকারী বলা হয়েছে, হেনস্তা করা হয়েছে। তিনি পথে নামেননি। ২০০৩ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী নিয়ে প্রতিবাদ করেননি। বিজেপি সরকারের ওই সংশোধনীতে এনআরসি’র ইঙ্গিত ছিল। এই আইন যখন হয় মমতা তখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন। পরিযায়ী শ্রমিকের ওপর যখন আক্রমণ হয়েছে বামপন্থীরা পথে নেমেছেন। সিপিআই(এম) সাংসদ, নেতানেত্রীরা লড়াই করেছেন। আমরা তখন মমতাকে দেখিনি।’’
অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বর্ডার বিএসএফ দেখে অনুপ্রবেশ ঘটলে তার দায় কেন্দ্রীয় সরকারের।’’
Mamata Banarjee
রাজ্য থেকে বাড়ছে পরিযায়ী শ্রমিক, মানলেন মুখ্যমন্ত্রী

×
Comments :0