Mohun Bagan

ঘরের মাঠে হার বাগানের

খেলা

ঘরের মাঠে আহাল এফসির কাছে হারলো মোহনবাগান। মঙ্গলবার যুবভারতীতে এসিএল ২ এর গ্রুপ লীগের ম্যাচে তুর্কমেনিস্তানের এই ক্লাবের মুখোমুখি হয়েছিল বাগান।
মোহনবাগানের থেকে ধারে ভারে এগিয়েছিল এই ক্লাব। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে অর্থাৎ ৮৩ মিনিটে গোল করে এগিয়ে যায় আহাল এফসি।
এদিন ছয়জন বিদেশি একসাথে না নামালেও মোহনবাগান তাদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে নামায়। ঘরের মাঠে গ্রুপ লিগের ম্যাচে হারের ফলে কিছুটা চাপিয়ে রইল বাগান।

Comments :0

Login to leave a comment