এবার জলপাইগুড়ির ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস রুমেই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। স্কুল কর্তৃপক্ষ পাশে না দাঁড়ানোয় পুলিশ সুপারের দ্বারস্থ হন অভিভাবক। জলপাইগুড়িতে নির্যাতিতা নাবালিকার মা ঘটনাটি জানিয়েছেন।
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের জলপাইগুড়ি জেলা অফিসেও জমা হয়েছে অভিযোগ।
নাবালিকার মায়ের অভিযোগ, যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রী ক্লাস টিচারকে বিষয়টি জানানোর পরেও স্কুল ব্যবস্থা নেয়নি। উল্টে স্কুল কর্তৃপক্ষ নানাভাবে ভয় দেখিয়ে বিষয়টিকে চাপা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শিশু সুরক্ষা কমিশন থেকে অভিভাবককে ডেকে পাঠানো হয়েছে।
শহরের শিরীষ তলার এই স্কুল দীর্ঘদিনের। সুনামও রয়েছে। সেখানেই ক্লাস রুমের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ সব স্তরেই।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান ,অভিযোগ দায়ের করা হয়েছে। উপযুক্ত তদন্ত শুরু করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।
Jalpaiguri Classroom molestation
জলপাইগুড়ি: ক্লাসঘরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

×
Comments :0