আজ ১৯মে । ২০১২-র আজকের দিনেই বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল চেলসি। খেলাটি হয়েছিল বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায়। সেইসময় চেলসি দলের কোচ ছিলেন রবার্তো ডি মাতেও । সেমিফাইনালে তারা দুর্ধর্ষ বার্সিলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল। অন্যদিকে সেমিফাইনালে চেলসি উঠেছিল রিয়াল মাদ্রিদকে হারিয়ে। নিজের প্রাক্তন দলকে টাইব্রেকারে হারিয়েছিলেন বায়ার্নের তৎকালীন কোচ জাপ হেইকিন্স। সেই সময় শক্তিশালী দল ছিল বায়ার্ন। তার উপর ঘরের মাঠে ফাইনাল হওয়ার সুবাদেই দর্শকদের এডভান্টেজেও পেয়েছিল তারা। সেই মরশুমে বুন্দেসলিগায় দ্বিতীয় হয়েছিল বায়ার্ন। ফাইনালটিতে নাটকের কোনো কমতি ছিলনা। ম্যাচের শেষের দিকে ৮৩মিনিটে থমাস মুলার গোল করে এগিয়ে দিয়েছিলেন বায়ার্নকে। যখন সবাই ধরেই নিয়েছে যে ম্যাচের ফয়সালা হয়ে গেছে। ঠিক তখনই ৮৮মিনিটে প্রথম কর্নার পায় তারা। জুয়ান মাতার কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নের জাল কাঁপিয়ে দেন দিদিয়ের দ্রোগবা। সমতা ফেরায় চেলসি। তবে নাটক তখনও ছিল বাকি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে বক্সে রিবেরিকে ফাউল করে বসেন দ্রোগবা। পেনাল্টি থেকে জিতিয়ে দলকে শিরোপা এনে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রবেন। দক্ষতার সঙ্গেই তার শট বাঁচিয়ে নায়ক বনে যান পিটার চেক। ঐটিই ঘুরিয়ে দেয় এই ম্যাচের মোড়। পরবর্তীতে টাই ব্রেকারেও ৩-৩ ফলাফল হওয়ায় তা গড়ায় ' সাডেন ডেথ '-এ । সেমিতে শেষ পেনাল্টি শট মেরে রিয়ালকে হারানো সেই বাস্তিয়ান সোয়াইনস্ট্রাইগার মিস করেন। শেষে দ্রোগবা গোল করে চেলসির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান। সেই সঙ্গে সঙ্গে তৃতীয় ইংলিশ দল হিসেবে সেই সময় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল চেলসি। ২০২১ সালে ম্যান সিটিকে হারিয়ে দ্বিতীয়বার এই শিরোপা ঘরে তুলেছিল থমাস টুখেলের চেলসি।
Comments :0