Dhupguri Sand Mafia

ওভারলোডেড ডাম্পারে বায়ুসেনার স্টিকার, তীব্র বিক্ষোভ ধূপগুড়ির গ্রামে

জেলা

ক্ষুব্ধ গ্রামবাসীরা আটকে দিলেন বালিভর্তি ডাম্পার।

সঞ্জিত দে  

বালি পাচারকারীরা এবার পাচার নিরাপদ রাখতে ব্যবহার করলো সেনা বাহিনীর গাড়ি। বায়ুসেনার গাড়িতে বালি পাচারের অভিযোগ! 
সরকারি  নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামের রাস্তায় অতিরিক্ত ওজনের বালি-পাথর বোঝাই ডাম্পারের দাপাদাপি! তাও আবার "অন ডিউটি ফর এয়ার ফোর্স" স্টিকার লাগানো ডাম্পার। গ্রামের রাস্তায় বালি পাথর বোঝাই ডাম্পার আটক করে বিক্ষোভ দেখন গ্রামবাসীরা।
ধূপগুড়ি মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েতের ঝুমুর এলাকার দক্ষিণ আলতা গ্রামে এই ঘটনা দেখিয়েছে বালি মাফিয়াদের দুঃসাহস কতটা! অভিযোগ, রাজ্য প্রশাসনের মদতেই এই বাড়বাড়ন্ত।
গ্রামবাসীরা বলেছেন, বেশি ওজনের পাথর বোঝাই করে গ্রামের সরু রাস্তায় ঢোকানো হচ্ছে এসব ডাম্পার। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তা। ইতিমধ্যেই একাধিক জায়গায় ফেটে গিয়েছে পিচের চাদর, তৈরি হয়েছে গর্ত।
বুধবার সকালে ওভারলোডেড ডাম্পার ঢুকতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা সেটিকে আটকান। কেন গ্রামের রাস্তায় এমন গাড়ি ঢোকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কিন্তু চালক বা মালিকপক্ষের তরফে কোনও সদুত্তর না মেলায় বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।
আন্দোলনকারী রাজু আলম বলেন,“প্রতিদিনই অবাধে ঢুকছে অতিরিক্ত বোঝাই ডাম্পার। প্রশাসন উদাসীন থাকায় গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে। আমাদের দাবি, অবিলম্বে এই গাড়ির চলাচল বন্ধ করা হোক। না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব আমরা।”
আন্দোলনকারী আসিমা খাতুনের বক্তব্য, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গ্রামের রাস্তায় ওভারলোড গাড়ি চলাচল করবে না। তা সত্ত্বেও পুলিশের সামনে দিয়েই এসব ভারী গাড়ি ঢুকছে। গ্রামের বাচ্চারা রাস্তায় খেলাধুলো করে, গরু-ছাগল চলাফেরা করে এগুলো যেকোনও সময় মারা যেতে পারে। রাস্তাও ভেঙে যাচ্ছে। তখন কে রাস্তা বানাবে? তাই আমরা গাড়ি আটক করে বিক্ষোভ দেখিয়েছি।”
ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান জানান, “সরকারের নির্দেশে গ্রামের রাস্তায় ভারী গাড়ি ঢোকার কথা নয়। ঝুমুরে গাড়ি আটকে বিক্ষোভের বিষয়ে আমি জানি না। মাঝে মাঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওভারলোড ডাম্পার ঢুকে পড়ে। খবর পেলেই পুলিশ কেস করে জরিমানা করে।”
তাঁর বক্তব্যকে যদিও ‘দায়-এড়ানো’ বলছেন গ্রামবাসীরা।

Comments :0

Login to leave a comment