২৫ শতাংশ মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার দাবী সহ ৯ ই জুলাই ধর্ঘটের সমর্থনে রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচিতে অংশ নিলেন রাজ্য সরকারি কর্মচারি থেকে শিক্ষক, শিক্ষাকর্মী সহ সকলে। এদিন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চলে এই পেন ডাউন কর্মসূচি।
১৬ মে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় ১৬ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দেওয়ার। শীর্ষ আদালতের বেধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২৭ জুলাই। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৭ জুন সুপ্রিম কোর্টে জানানো হয়েছে তাদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দেওয়ার জন্য আরও ছয় মাস সময় দেওয়ার।
রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে বকেয়া ডিএ দেওয়ার জন্য ৪১,৮৭১ কোটি টাকা দরকার। শীর্ষ আদালতের নির্দেশ মতো ২৫ শতাংশ দিতে গেলে বর্তমানে প্রয়োজন ১০,৪৬৮ কোটি টাকা। রাজ্যের দাবি তাদের হাতে বর্তমানে এই টাকা নেই। তাই সময় দরকার ডিএ দেওয়ার জন্য।
সরকারের এই আচরণের বিরোধিতা করে সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য কো-অর্ডিনেশন কমিটি সহ বিভিন্ন রাজ্য সরকার কর্মচারিদের সংগঠনের পক্ষ থেকে এই পেন ডাউন কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
PEN DOWN
রাজ্য জুড়ে পেন ডাউন সরকারি কর্মীদের

×
Comments :0