প্রশাসনের নির্দেশিকাকে উপেক্ষা করে দীপাবলির রাতে দেদার দাপট দেখালো শব্দবাজি। তবে এই কথা মানতে নারাজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি দাবি করেছেন ভারতের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় কম দেখা গিয়েছে শব্দবাজির দাপট। দূষণের হারও কম।
এদিন কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘শব্দ ৯০ ডেসিবলের থেকে কম। মানে তা সীমার মধ্যেই রয়েছে। এ সংক্রান্ত সীমা ১২৫ ডেসিবল। এ ছাড়া, আমরা সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রেখেছিলাম। তখনও পর্যন্ত সারা ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল।’
রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা থাকলেও বেশির ভাগ জায়গাতেই তা মানা হয়নি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফেটেছে শব্দবাজি।
উল্লেখ্য দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় গতকাল রাতে বাতাসের গুনগত মান ছিল অত্যন্ত খারাপ। শহরের একাধিক জায়গায় এই পরিস্থিতি দেখা গিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার রাত ১২টা পর্যন্ত শব্দবাজি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কলকাতায় অন্তত ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও, নানা অপরাধে ৪৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Fire Crackers
সোমবার রাতে শব্দবাজির দাপট মানতে নারাজ প্রশাসন

×
Comments :0