Monsoon Session 2025

বাদল অধিবেশনকে বিজয়ৎসবের অধিবেশন তকমা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

এবারের বাদল অধিবেশন বিজয়ৎসবের অধিবেশন। বাদল অধিবেশন শুরু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘‘এবারের বাদল অধিবেশন বিজয়ৎসবের অধিবেশন হবে। গোটা বিশ্ব ভারতীয় সেনার শক্তির সাক্ষী থেকে অপারেশন সিঁদুরে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা তার লক্ষে সফল। ২২ মিনিটের অপারেশনে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’’ প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে মেড ইন ইন্ডিয়া প্রসঙ্গও। 
উল্লেখ্য গতকাল সর্বদলীয় বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে দাবি তোলা হয় যে বাদল অধিবেশন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পরবর্তী সময় জানানো হয় যে পহেলগামে সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি সরকার।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলগামে নিরাপত্তার গাফিলতির যেই প্রসঙ্গ উঠেছে সেই বিষয় প্রধানমন্ত্রীর বিবৃতি তারা দাবি করবে।
গত ১০ মে সংঘর্ষবিরতি সই হওয়ার ঘোষণা ভারত করার আগেই ট্রাম্প বলে দেন যে তা হতে চলেছে। এমনকি তিনি দাবি করেন যে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে সংঘর্ষবিরতিতে বাধ্য করেছেন ভারতকে। ভারতের বিদেশমন্ত্রক এই দাবি মানতে অস্বীকার করলেও বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন ডেকে পহেলগাম পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার দাবি জানায় কিন্তু সরকারের পক্ষ থেকে সেই দাবিকে মান্যতা দেওবা হয়নি।

Comments :0

Login to leave a comment