MODI DHANKHAR

ধনখড়ের পদত্যাগ নিয়ে পোস্ট করলেন মোদী

জাতীয়

জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সহ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘মাননীয় জগদীপ ধনখড় বিভিন্ন ভাবে সুযোগ পেয়েছেন দেশের সেবা করার। দেশের উপ-রাষ্ট্রপতি হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তার শারীরিক সুস্থতা কামনা করছি।’’
গতকাল থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিন রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তারপর হঠাৎ করেই সন্ধ্যার পর রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন জগদীপ ধনখড়। তার ইস্তফার খবর সামনে আসার পর শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তর্জা। এদিন অধিবেশন শুরু হওয়ার পর ধনখড়ের পদত্যাগের কথা জানানো হয় রাজ্যসভায়। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় যে কি এমন কারণ হলো যে এক বেলায় অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করলেন। বিরোধীদের দাবি আরএসএস এবং কেন্দ্রীয় সরকারের সাথে মনোমালিন্য হওয়ার জেরে এই সিদ্ধান্ত। তবে বিরোধীদের এই কথা মানতে রাজি নয় বিজেপি। তাদের কথায় এর পিছনে কোন রাজনীতি নেই। অসুস্থতার কারণেই তার এই পদত্যাগ।
উল্লেখ্য ১২ দিন আগে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ধনখড় নিজে জানান যে ২০২৭ এর আগস্ট মাসে তার উপ-রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে তারপর তিনি অবসর জীবন কাটাবেন। 
রাজনৈতিক মহলে জল্পনা আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ’র থেকে বেশ কয়েকটি আসন নিজেদের দিকে নিতে চাইবে বিজেপি। সেই ক্ষেত্রে নীতিশ কুমার যদি বেঁকে বসে সেই ক্ষেত্রে নীতিশ কুমারকে উপ-রাষ্ট্রপতি পদে নিয়ে আসতে পারে বিজেপি। নীতিশ এবং চন্দ্রবাবু নায়ডুর সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে বিজেপি।

Comments :0

Login to leave a comment