Rahul Gandhi

নির্বাচনী কারচুপি নিয়ে ফের সরব রাহুল গান্ধী

জাতীয়

২০২৪ এর লোকভা নির্বাচনে কারচুপি হয়েছে। শনিবার দলীয় এক কর্মসূচিতে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘২০২৪ এর লোকসভা নির্বাচনে কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব ঠিক ভাবে পালন করছেন না।’’ কংগ্রেস সাংসদ বলেন, নির্বাচনে কারচুপি সংক্রান্ত সব তথ্য তার কাছে আছে। 
রাহুল বলেন, তার কাছে যেই তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে একটি লোকসভা কেন্দ্রে ৬.৫ ভোটারের মধ্যে ১.৫ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। ওই ভুয়ো ভোটারদের নামে ভোটও পড়েছে বলে তিনি দাবি করেছেন। তবে কোন লোকসভা কেন্দ্রে এই ঘটনা ঘটেছে তা উল্লেখ করেননি কংগ্রেস সাংসদ। 
জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, দেশের নির্বাচন কমিশন মৃত। তারা তাদের কাজ সঠিক ভাবে করছেন না। নিরপেক্ষ ভাবে তারা কাজ করছেন না।
রাহুল গান্ধী বলেন, ‘‘২০১৪ সালের পর থেকে বিভিন্ন নির্বাচন নিয়ে বার বার মনে সংশয় তৈরি হয়েছে। যখনই অভিযোগ করা হয়েছে তখনই বলা হয়েছে প্রমান দেওয়ার। আজ সব তথ্য আছে।’’
মহারাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিরোধীরা বেশি আসন পায়। কিন্তু চার মাস পর বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। সেই সময় পর্যালোচনা করে দেখা যায় চার মাসের মধ্যে মহারাষ্ট্রে প্রায় এক কোটি ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার অধিকাংশ গিয়েছে বিজেপির পক্ষে। এখান থেকেই স্পষ্ট নির্বাচনে কারচুপি হয়েছে।’’
উল্লেখ্য শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাহুলকে কটাক্ষ করে বলা হয় যে কমিশনের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা যেই অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন এবং অসত্য। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘‘কমিশনের বিরুদ্ধে যেই ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে তাকে কমিশন কোন গুরুত্ব দিচ্ছে না। যেই সব নির্বাচনী আধিকারিক এবং কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন তাদের কাছে আবেদন এই সব অভিযোগকে কোন গুরুত্ব না দিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যাওয়ার।’’

Comments :0

Login to leave a comment