india vs england test series

ম্যানচেস্টারে ঋষভ পন্থের খেলা নিয়ে সংশয়

খেলা

আগামী ২৩জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে ভারত ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে নামতে চলেছে ভারত। গত লর্ডস টেস্টের প্রথম ইনিংসে উইকেট কিপিংয়ের সময় খেলার মাঝপথেই আঙুলে সামান্য চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। মাঝপথেই তাই তাকে তুলে নিয়ে ধ্রুব জুরেলকে নামানো হয়েছিল। সেই টেস্টে হারের পর ২৩ তারিখ প্রত্যাবর্তনের লক্ষ্যেই নামবে ভারত। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাটার ঋষভের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আঙুলের চোট এখনও পুরোপুরিভাবে নির্মূল হয়নি। ফলে এই ম্যাচে তার অনুপস্থিতির দৃশ্য চোখে পড়তে পারে। এই বিষয়ে ভারতের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এবং কোচ রবি শাস্ত্রী বলেছেন ' যদি ও পুরোপুরি সুস্থ না হয় তাহলে ওর ম্যানচেস্টারের টেস্টে খেলা উচিত নয় '। লর্ডস টেস্টের প্রথম ইনিংস পন্থ একটি গুরুত্বপূর্ণ ৭৪রানের ইনিংস খেলেছিলেন।রবি শাস্ত্রী মনে করছেন যে , গুরুত্বপূর্ণ ব্যাটার এবং উইকেটরক্ষক ঋষভকে এই ম্যাচে খেলানো হলে তা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এখনও পর্যন্ত এই সিরিজে ঋষভের পারফরমেন্স নজর কেড়েছে। এখনও পর্যন্ত মোট ৬টি ইনিংস খেলে করেছেন মোট ৪২৫রান। গড়ে যা ৭০.৮৩।

Comments :0

Login to leave a comment