রাজ্যপাল রাজ্যের জন্য কিছু করেননি। পিএইচডি ডিগ্রি রাজ্যপালের থেকে নিলেন না জিন জোসেফ।
ঘটনা তামিলনাডুর মনোনমনিমনিয়ম সুন্দরনগর বিশ্বববিদ্যালয়ের। ক্ষুদ্র ঋণ নিয়ে গবেষণা করেছেন জোসেফ। এই গবেষক ছাত্রী পেয়েছেন পিএইচডি।
মঙ্গলবার ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। দেখা যায়, ছাত্রী আচার্য এবং রাজ্যপাল এন রবিকে এড়িয়ে উপাচার্য এন চন্দ্রশেখরণকে কিছু বলছেন। উপাচার্য তা জানাতে সরে যান রাজ্যপাল। উপাচার্যের হাত থেকে ডিগ্রি নেন জোসেফ।
পরে তিনি বলেছেন, ‘‘তামিলনাডু এবং রাজ্যের মানুষের জন্য কিছু করেননি রাজ্যপাল। তাঁর হাত থেকে ডিগ্রি নেইনি সেজন্য।’’
রাজ্যপালের সঙ্গে তামিলনাডুর ডিওমকে সরকারের বিরোধ চরমে। একের পর এক বিল বিধানসভায় পাশ হলেও দিনের পর দিন তা আটকে রয়েছে রাজভবনে। কখনো বিল পাঠানো হয়েছে রাষ্ট্রপতির সম্মতির জন্য কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকেও আসেনি সম্মতি। বিরোধী পরিচালিত রাজ্যকে বিপাকে ফেলার এই কৌশলের কারণে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করে রাজ্য। সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়ে জানিয়ে দেয় নির্বাচিত বিধানসভা এবং মন্ত্রী পরিষদকে এড়িয়ে চলতে পারবেন না রাষ্ট্রপতি বা রাজ্যপালরা। বিল সম্পর্কে মতামত জানানোর জন্য এক মাস সময় বেঁধেও দেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে আরেকটি বিল আটকে রেখেছেন রবি।
ডিএমকে’র প্রতিষ্ঠাতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এন করুণানিধির নামে বিশ্ববিদ্যালয় গড়ার বিল পাশ হয়েছে বিধানসভায়। আচার্য রাজ্যপালকে না করে মুখ্যমন্ত্রীকে করার পক্ষে মত দিয়েছে এই বিল।
Tamilnadu Student
রাজ্যের জন্য কিছু করেননি, রাজ্যপালের থেকে ডিগ্রি নিলেন না ছাত্রী
×
Comments :0