Sujan Chakrabarty

ভেতরে ভেতরে বোঝাপড়া, স্বরাষ্ট্র মন্ত্রীও দেখা করেন না! ক্ষোভ সুজন চক্রবর্তীর

রাজ্য কলকাতা

বিচার দেয় না পুলিশ। ফিরিয়ে দেয় সিবিআই। দেখাও করেন না স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ে যাওয়া হয় মিছিলে। তাঁরা আক্রান্ত হন। যাঁরা নিয়ে গেলেন তাঁদের রক্ষা করতে পারলেন না। অভিযোগও জানাতে পারবেন না, এক থানা থেকে আরেক থানায় ঘুরতে হবে।
আর জি কর হাসপতালে নিহত চিকিৎসকের বাবা-মা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি। গোপন বোঝপড়া নিয়েও তুলেছেন প্রশ্ন।
মঙ্গলবারই নিহত চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন যে কোনও থানায় তিনি অভিযোগ জানাতে পারছেন না। পরে পুলিশ থেকে জানানো হয় নিউ মার্কেট থানায় জানানো হয় অভিযোগ। 
এদিন সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার মীরাজ খালিদ দাবি করেন যে নিহত চিকিৎসকের মা-কে রাস্তায় ফেলে পুলিশ মেরেছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। 
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ই-মেলে অভিযোগ জানান নির্যাতিতার বাবা। কিন্তু বাবার অভিযোগ, প্রথমে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ থানায় অভিযোগ দায়ের করতে বলা হলেও সেই থানা পাঠায় পার্ক স্ট্রিট থানায়। 
উল্লেখ্য, গত ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে ছিলেন নিহত চিকিৎসকের বাবা ও মা। পুলিশের লাঠিতে আহত হন মা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি জানান যে রাস্তায় ফেলে তাঁকে মারা হয়েছে। বাবা জানান যে সরকারের চাপে হাসপাতাল ‘অভয়া’-র মা’কে ছেড়ে দিতে বাধ্য হয়। তিনি এই অভিযোগও তুলেছিলেন যে বসবাসের এলাকায় তাঁদের একঘরে করা হচ্ছে। তৃণমূলকেই দায়ী করেন তিনি। 
সংবাদমাধ্যমের প্রশ্নে সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল এবং বিজেপি’র ভেতরে ভেতরে বোঝাপড়া আছে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রী দেখা করেন না। তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী তার দলবল কাজ করছে। তৃণমূলের ভয়ে পরিবারকে একঘরে করে রাখা হয়েছে।

Comments :0

Login to leave a comment