Bihar

ভোটার তালিকায় তার নাম নেই দাবি তেজস্বীর, দাবি খারিজ করলো কমিশন

জাতীয়

বিহারের খসড়া ভোটার তালিকায় নাকি তার নাম নেই, এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এদিন সাংবাদিক সম্মেলন করে তেজস্বী বলেন, ‘‘ভোটার তালিকায় আমার নাম নেই, কি ভাবে আমি নির্বাচনে লড়াই করবো?’’
যদিও আরজেডি নেতার এই অভিযোগ তথ্য দিয়ে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। শনিবারের সাংবাদিক সম্মেলনে তেজস্বী দেখান কমিশনের মোবাইল অ্যাপে তার এপিক নম্বর দিয়ে সার্চ করলে দেখাচ্ছে ওই এপিক নম্বরে কোন ভোটার নেই। 
পাল্টা কমিশনের পক্ষ থেকে যেই তথ্য প্রকাশ করা হয়েছে তাতে তেজস্বীর নাম ভোটার তালিকায় দেখা যাচ্ছে কিন্তু সেখানে যেই এপিক নম্বর দেখা যাচ্ছে তা তেজস্বীর দেখানো এপিক নম্বর থেকে আলাদা। 
গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। উল্লেখ্য প্রায় ২.৫ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই যেই ভোটারদের থেকে এই সব নথি চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। 
এদিন বিহারের বিরোধী দলনেতা বলেন, ‘যাদের নাম তালিকা থেকে বাদ যাবে বা বাদ দেওয়া হবে তাদের কি আগে থেকে কোন নোটিশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে?’

Comments :0

Login to leave a comment