Telengana

তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬

জাতীয়

তেলেঙ্গানা রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৩৬। সোমবার সকাল ৯টা নাগাদ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার সিগাছি ফার্মার কারখানায় আগুন লাগে। ঘটনার সময় কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। স্থানীয়দের কথায় হঠাৎ করে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। 
এদিন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাস্থলে যান। সাংবাদিকদের তিনি জানান, ‘‘এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।’’ পুলিশ আধিকারিক পরিতোষ পঙ্কজ জানিয়েছেন বহু শ্রমিক আহত হয়েছেন, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘‘ধ্বংসবশেষ সড়িয়ে ৩১ জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারিরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনজনের। এখনও পর্যন্ত উদ্ধারকার্য শেষ হয়নি।’’

Comments :0

Login to leave a comment