দুই গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি, ভাঙ্গচুর ও মারধোরের অভিযোগ উঠে। খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসি কৌস্তুরী মুখোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। দুইপক্ষের ১২ জন মহিলাকে গ্রেপ্তার করে। সংঘর্ষে এক সিভিক ভলেন্টিয়ার আহত হন। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জান গেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল বাবু দাস গোষ্ঠীর লোকজনদের। এদিন দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। দুই পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে চলে মারধরও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। দুই শিবিরের ১২ জন মহিলাকে গ্রেপ্তার করে তানায় নিয়ে যায়।
TMC Inner Clash
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মোমিনপুর, গ্রেপ্তার ১২

×
মন্তব্যসমূহ :0