আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া টুরিস্ট স্পেশাল ডাউন ১৫৭৭৮ ট্রেনটি ডুয়ার্সের নাগরাকাটা থেকে চালশা যাওয়ার রাস্তায় পিলার নাম্বার ৭২/২ কাছে চাপরামাড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি পূর্ণবয়স্ক হাতি। রেল লাইনের ওপরে দাঁড়িয়ে থাকা হাতিটিকে দেখে ট্রেন চালু বিশ্বজিৎ সরকার দ্রুত এমার্জেন্সি ব্রেক করেন সঙ্গে ছিলেন সহকারী ট্রেন চালক মোহন কুমার তাদের তৎপরতায় প্রাণে বাঁচে হাতিটি। প্রায় ১৫ মিনিটের ওপরে দাঁড়িয়ে ছিল লাইনের ওপর ট্রেনটি ততক্ষণে সেই হাতিটি লাইনের পাশ থেকে সরে জঙ্গলে ঢুকে পরে।
Elephant
বৃষ্টি ভেজা ডুয়ার্সের জঙ্গলে চালক ও সহকারী চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি

×
Comments :0