Khandaghosh Death

খণ্ডঘোষে তালা আটকে ঘরে আগুন, মৃত্যু মহিলার, দগ্ধ বাবা-ছেলে

জেলা

ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে আগুন জ্বালানোয় মৃত্যু হলো এক মহিলার। দগ্ধ হয়ে চিকিৎসাধীন তাঁর স্বামী এবং কন্যা। 
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা।  খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুরের পশ্চিমপাড়ার এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 
দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন কৃষ্ণপদ মিস্ত্রি (৫০) ও তাঁর পুত্রসন্তান বাদল মিস্ত্রি (১৩)। মৃতার নাম সন্ধ্যা মিস্ত্রি (৪২)। তিনি কৃষ্ণপদ মিস্ত্রির স্ত্রী। 
কৃষ্ণপদ মিস্ত্রির পুত্র বাউল আগুন আগুন ধরিয়েছে বলে অভিযোগ। বাউল কৃষ্ণপদ মিস্ত্রির প্রথম পক্ষের পুত্র। বাউলও অগ্নিদগ্ধ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কৃষ্ণপদ মিস্ত্রির কন্যা সুমিত্রা মিস্ত্রি (১০)-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপদ তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৃষ্ণপদবাবুর প্রথম পক্ষের ছেলে বাউল ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালায়। এই ঘটনায় সেও অগ্নিদগ্ধ হয়। বাইরে থেকে তালা দিয়ে রাখার ফলে পরিবারের সদস্যরা কেউ ঘর থেকে বেরতে পারেনি। গ্রামের লোকজন তাদের আর্ত চিৎকার শুনে তড়িঘড়ি এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলেই সন্ধ্যা মিস্ত্রির মৃত্যু হয়। কৃষ্ণপদবাবু ও ছেলে বাদলের অবস্থা আশঙ্কাজনক।

Comments :0

Login to leave a comment