হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে দলবদ্ধ ধর্ষণের শিকার মহিলা। পুলিশ সূত্রে খবর ২৬ বছর বয়সী তরুণী হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাকে সেখানে থাকা আধিকারিকরা হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিতার অভিযোগ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ধর্ষণ করা হয়।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বুদ্ধগয়া থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। জানা যাচ্ছে গোটা ঘটনার তদন্তের জন্য বিহার পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে। অ্যাম্বুলেন্স চালক এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা রয়েছেন পুলিশি হেপাজতে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শারীরিক পরীক্ষা চলাকালিন সে তার জ্ঞান হারায়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ফিরে আসে। সেখানে গিয়ে পুলিশ এবং হাসপাতালে কর্তৃপক্ষকে তিনি জানান যে গাড়ির ভিতর তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে।
Bihar
বিহারে অ্যাম্বুলেন্সের ভিতর ধর্ষণের শিকার মহিলা

×
Comments :0