Road Accident East Burdwan

বর্ধমানে পথ দুর্ঘটনায মৃত ১০, আহত ৩৫

রাজ্য জেলা

শঙ্কর ঘোষাল : বর্ধমান 

শুক্রবার সকালে পর্ব ব্তমানে দুর্ঘটনার কবলে পড়ে দর্শনার্থী বোঝাই বাস। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় ৩৫ ৷ এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায়। জানা গেছে নিহত ও আহতেরা সকলেই বিহারের বাসিন্দা। তাঁরা কলকাতা ঘুরে গঙ্গায় স্নান করে বাড়ি ফিরছিলেন। পুলিশ সূত্রে খবর পাঁচ শিশু সহ বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকাল সাতটা নাগাদ দর্শনার্থী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। 
ঘটনাস্থলে মৃত্যু হয় ১০ জনের। প্রথম স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে ১০ অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি রাস্তার একপাশে দাঁড়িয়েছিল। বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত এক যাত্রী বলেন, ‘আমরা বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা। বাসটি চলছিল , আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। প্রবল ঝাঁকুনিতে ছিটকে পড়ি , আঘাত লাগে। 
পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

Comments :0

Login to leave a comment