Jalpaiguri Rising Water Level

টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা-জলঢাকা, বন্যার সতর্কতা জারি

জেলা

ব্যারেজের ছাড়া জলে ভাসছে বেশ কিছু এলাকা। ছবি: দীপশুভ্র সান্যাল

উত্তরে বৃষ্টি অব্যাহত। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি জেলা জুড়ে।
পাহাড় এবং সমতলে বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিঝোরা এবং গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। ফুঁসছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদী। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা।
তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ি দুমহনি সংলগ্ন বাসুসুভা এলাকার বেশ কিছু ঘরবাড়ি। চরম সমস্যায় বাসিন্দারা। স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন বানভাসি মানুষজন।
তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা।
মঙ্গলবার সকাল ৮টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ২২২৬ কিউমেক। ঠিক একই সময় পাহাড়ের কালিঝোরা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ২৮৬৬ কিউমেক বলে মঙ্গলবার সকাল নাগাদ ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন