আরজি করের ঘটনার প্রতিবাদে ১৭ নভেম্বর ফের পথে নামতে চলেছে আরজি কর প্রতিবাদে যৌথমঞ্চ 'অভয়া মঞ্চ'। আরজি করের ঘটনার ১০০ দিন হবে ১৭ নভেম্বর। সেই দিন সোদপুর থেকে ১০০ সাইকেল নিয়ে মিছিল করে শ্যামবাজার অবধি আসার পরিকল্পনা নিয়েছে অভয়া মঞ্চ। ১০০ টি মশাল হাতে নিয়ে রাজ্যের ১০০ রাস্তার মোড়ে ও ১০০ সেকেণ্ড নীরবতা পালন করা হবে বলে জানানো হয়েছে। 
১৭ নভেম্বর বিকেল ৫টায় মিছিল শুরু হবে। ৬টার সময় যেখানেই মিছিল থাকুক সেখানেই দাঁড়িয়ে ১০০ সেকেন্ড নিরাবতা পালন করা হবে। চিকিৎসক আন্দোলনের নেতা তমোনাশ চৌধুরী সাংবাদিক সম্মেলন থেকে জানান "আমাদের ১০০ জন স্বেচ্ছাসেবক থাকবে যারা ১০০ টি মশাল বহন করে নিয়ে আসবে। এই মশাল ছড়িয়ে পড়বে গোটা রাজ্য জুড়ে। সন্ধে ৬টায় রাজ্যের ১০০ টি স্থানে ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হবে"।   চিকিৎসক আন্দোলনের নেতা উৎপল ব্যানার্জি বলেন, "যারা থ্রেট কালচারের সাথে যুক্ত তারা কোথা থেকে এত সাহস পাচ্ছে তা আমাদের কাছে স্পষ্ট। তাই লড়াই আরো জোরদার হবে"।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0