দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর মাত্রা বেড়ে চলেছে। ইতিমধ্যেই মহকুমার বিভিন্ন এলাকায় অন্তত ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে দশজনই দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাতাসুরকুঠি ও আশপাশ এলাকায়। আক্রান্তদের বেশ কয়েকজন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত এলাকায় বসানো হয়েছে স্বাস্থ্য শিবির। সোমবার বামনহাটের বাতাসুরকুঠি গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের একটি টিম ওই গ্রামে আসেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।
এই বিষয়ে বামনহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মেরাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত এলাকায় প্রতিনিয়ত স্বাস্থ্য শিবির চলছে। মানুষকে সচেতন করার জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, এদিন ২৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৬-৭ জন জ্বরে আক্রান্ত। তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে তারা ডেঙ্গু আক্রান্ত কিনা তা জানা যাবে।
দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও নিতিশ তামাং জানান, ডেঙ্গুতে আক্রান্ত বাতাসুর কুঠি এলাকায় যাতে রোগ আর ছড়িয়ে পড়তে না পারে তার জন্য সেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ক্যাম্প বসানো হয়েছে। সেখানে রীতিমত মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে। মশার উপদ্রব যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মন্ডল জানিয়েছেন, দিনহাটা মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। রক্ত পরীক্ষা করে দুজনের ডেঙ্গু ধরা পড়েছে।
Dengue
দিনহাটায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

×
মন্তব্যসমূহ :0