কাজ স্থায়ী করার মতো দাবি নিয়ে চলছিল আন্দোলন। ১৬০ বার দেওয়া হয়েছিল স্মারকলিপিও। নারাজ প্রশাসন দাবি না মেনে ছাঁটাই করেছিল জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তিভিত্তিক ২৫ কর্মীকে। জোরালো প্রতিবাদে নেমে ছত্তিশগড়ের ১৪ হাজার স্বাস্থ্যকর্মী জমা দিলেন পদত্যাগের চিঠি।
১৮ আগস্ট থেকে আন্দোলন চালাচ্ছেন ছত্তিশগড়ের জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরতরা। চুক্তিতে কাজের ব্যবস্থা বাতিল করে স্থায়ী নিয়োগের দাবি তুলেছিলেন তাঁরা। কাজের পরিবেশও উন্নত করার দাবি তুলেছিলেন। স্থায়ী কর্মীদের মতো বেতনক্রম চালু করার দাবিও তুলেছিলেন তাঁরা।
অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার কড়া মনোভাব নিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিল। ছত্তিশগড় প্রদেশ এনএইচএম কর্মচারী সঙ্ঘের সভাপতি চিকিৎসক অমিত কুমার মিরি সহ ২৫ জনকে ছাঁটাই করা হয় গত বুধবার। তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। এর পরই প্রকল্পের ১৪ হাজার ৬৭৮ কর্মী এবং আধিকারিক পদত্যাগের চিঠি পাঠাতে থাকেন।
কর্মীদের পদত্যাগ এবং ধর্মঘটের জেরে টিকাকরণ, স্বাস্থ্য পরিষেবার একাধিক ক্ষেত্রে প্রভাব পড়েছে। রোগ পরীক্ষা পরিষেবাও ব্যাহত হয়েছে ধর্মঘটের জেরে।
জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্দেশ্য সুলভে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা দেওয়া। কেন্দ্রীয় এই প্রকল্পের কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এই কর্মীদের চুক্তিতে নিয়োগ করে কাজ চলছে এই স্বাস্থ্য প্রকল্পের।
Chhattisgarh Health Workers
ছাঁটাইয়ের প্রতিবাদে ছত্তিশগড়ে পদত্যাগ ১৪ হাজার স্বাস্থ্যকর্মীর

×
মন্তব্যসমূহ :0