বিপুল অঙ্কের জাল নোট সহ দুই মহিলাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। কালিয়াচক থানার দুলালটোলা গ্রামে দুই মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে খবর দেয় সূত্র।
পুলিশ দুই মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে ৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। ধৃত দুই মহিলার মধ্যে একজন বৈষ্ণবনগর থানা এলাকার মমতাজ বিবি, অপরজন মোথাবাড়ী থানা এলাকার জেসমিন খাতুন। তাঁরা কোথা থেকে ওই বিপুল পরিমাণ টাকা পেলেন বা কাকে দিতে যাচ্ছিলেন তা জানার জন্য দুই মহিলাকে বুধবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদহ আদালতে পেশ করে পুলিশ।
Fake Note Kaliachak
৪ লক্ষ টাকার জাল নোট, কালিয়াচকে আটক ২ মহিলাকে পেশ আদালতে

×
Comments :0