রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর বিগত কয়েক বছরে রাজ্যে পঞ্চায়েত সহ সর্বস্তরে দুর্নীতি এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।ফলে শাসক দলের নেতারা যেমন সম্পদের পাহাড়ের উপর বসে আছে তেমনি সাধারণ খেটে খাওয়া মানুষ ক্রমশঃ সংকটে দিন কাটাচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে মানুষ তৃণমূল ছেড়ে সিপিআই (এম)এর পতাকা তলে সমবেত হচ্ছে। শনিবার বিকালে চাঁচল -২ ব্লকের জালালপুর অঞ্চলের রামকৃষ্ণপুর বুথে ২২৫টি তৃণমূল পরিবার তৃণমূল ছেড়ে সিপিআই(এম)এ যোগ দিলেন। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির চাঁচল-২ এরিয়া কমিটির সম্পাদক মিনারুল হোসেন, জেলা কমিটির সদস্য মেহেবুব আলম চৌধুরী, মনওয়ারুল আলম এবং স্থানীয় নেতৃত্ব মাতিন।
Maldah
মালদহে শাসকদল ছেড়ে সিপিআই(এম)‘এ যোগ ২২৫ পরিবারের

×
Comments :0