northwester

উত্তর দিনাজপুরে কালবৈশাখীর জেরে বিপর্যস্ত জনজীবন

জেলা

কালবৈশাখীর তীব্র দাপটের জেরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে জন জীবন বিপর্যস্ত। জলমগ্ন গোটা রায়গঞ্জ শহর। রাত থেকে বিদ্যুৎ বিহীন জেলার একাধিক জায়গা। বাড়ির জলের ট্যাঙ্কে জল নেই।  
রাস্তায় রাস্তায় গাছ ভেঙ্গে পরেছে, যার জেরে বিদ্যুতের তার জলের সঙ্গে মিশে আছে।  যদিও রায়গঞ্জ কালিয়াগঞ্জ শহরে বিদ্যুত কর্মীরা দ্রুত এলাকায় ঘুরছে। তবে উত্তর থেকে দক্ষিণে যাওয়ার পথেই কাজ সামাল দিতে হিমসীম খেতে হচ্ছে। যাত্রীর অভাবে সকাল থেকে বহু দুরপাল্লার বাস ছাড়েনি। এদিকে রায়গঞ্জ শহরে কতক্ষনে জল নামবে তা জানা নেই। 
সারা রাত বর্জবিদ্যুত সঙ্গে ঝড় তেমনি বৃষ্টির দাপটে বোরোধান বৃষ্টির জলে কোমড় ভেঙ্গে মাটিতে লুটিয়ে পরেছে। 
রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ৫ টা গ্রামে ৪ দিন ধরে বিদ্যুৎবিহীন। বার বার টোল ফ্রি নং এ ফোন করেও কোন সুরাহা হয়নি। জনমানসে বাড়ছে চরম ক্ষোভ। সোমবার সকাল থেকেও দুর্যোগ পুর্ন আবহাওয়া শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment