মিসৌরি প্রশাসন জানিয়েছে, টর্নেডোতে পাঁচ হাজারের মতো ঘরবড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। শনিবার বিকেল পর্যন্ত মিসৌরি ও কেন্টাকিতে প্রায় এক লক্ষ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, তার এলাকায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন। তারা মূলত ধসে পড়া ভবন এবং উপড়ে পড়া গাছপালা থেকে আহত হয়েছেন।
USA
মার্কিন যুক্তরাষ্ট্রে ঝড়ে ২৭ জনের মৃত্যু

×
Comments :0