USA

মার্কিন যুক্তরাষ্ট্রে ঝড়ে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় ও টর্নেডোর জেরে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। মৃতদের মধ্যে ১৮ জনই কেনটাকির বাসিন্দা। মিসৌরিতে মৃত্যু হয়েছে সাত জনের, তাদের মধ্যে পাঁচ জন সেন্ট লুইস শহরের বাসিন্দা ছিলেন। ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নানা জায়গায়। রাস্তা বন্ধ থাকায় যান চলাচল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। শনিবার ভোরে কেন্টাকি রাজ্যের দক্ষিণ-পূর্বের লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। 

মিসৌরি প্রশাসন জানিয়েছে, টর্নেডোতে পাঁচ হাজারের মতো ঘরবড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। শনিবার বিকেল পর্যন্ত মিসৌরি ও কেন্টাকিতে প্রায় এক লক্ষ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, তার এলাকায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন। তারা মূলত ধসে পড়া ভবন এবং উপড়ে পড়া গাছপালা থেকে আহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment