Tea Garden Closed

বানারহাটে বন্ধ তিন চা-বাগান, বিক্ষোভ

জেলা

চামুর্চি চা বাগানের সামনে জটলা।

ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত তিনটি চা বাগান- চামুর্চি, রেড ব্যাংক এবং সুরেন্দ্রনগর চা বাগান- হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 
পুজোর আগে এই অপ্রত্যাশিত ঘটনায় কার্যত শঙ্কিত হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবার।
শুক্রবার সকাল থেকেই তিনটি চা বাগানের ফ্যাক্টরির সামনে শ্রমিকদের জটলা লক্ষ করা গেছে। তারা ক্ষোভপ্রকাশ করছেন বেতন বকেয়া ও কর্মসংস্থান নিরাপত্তার দাবিতে। এই পরিস্থিতিতে রেডব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানের শ্রমিকরা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন। একই সময়ে, চামুর্চি চা বাগানের শ্রমিকরা ভারত-ভুটান সড়ক অবরোধ করে সরকারি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেডব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানের মালিক একই ব্যক্তি। শ্রমিকদের অভিযোগ, তাঁদের পাক্ষিক মজুরি দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। 
শ্রমিকদের কথায়, “পুজোর আগে  মজুরি পাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু এখন আমরা শুধু অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছি। মালিকপক্ষ কোথাও নেই। আমাদের সংসারের ভরণপোষণ কীভাবে হবে, বুঝতে পারছি না।”
স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত চা বাগান মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন