Indian army

হড়পা বানে ভেসে গিয়ে মৃত ৫ সেনা

জাতীয়

পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় হড়পা বানে ভেসে মৃত্যু হয়েছে ৫ সেনার। তাঁদের ট্যাঙ্ক একটি নদী পার হওয়ার সময় আকস্মিক জলের তোড়ে ভেসে যায়। তাতে থাকা ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনার মৃত্যু হয়েছে। এলাকাটি চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে।

ঘটনাটি ঘটে যখন চার জওয়ান এবং একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) একটি ড্রিলের অংশ হিসাবে একটি টি-৭২ ট্যাঙ্কে নিওমা-চুশুল এলাকায় একটি নদী পার হচ্ছিলেন।
তবে হঠাৎ করে জলের উচ্চতা বেড়ে যাওয়ায় ট্যাঙ্কটি ডুবে যায়। প্রতিরক্ষা আধিকারিকরা বলেছেন, "একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং চার জওয়ান সহ পাঁচজন ভারতীয় সেনা, গত সন্ধ্যায় দৌলত বেগ ওল্ডি এলাকায় নদী পারাপারের মহড়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পাঁচজনের দেহই উদ্ধার করা হয়েছে"। 
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন