stampede at Haridwar temple

হরিদ্বারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, আহত বহু

জাতীয়

হরিদ্বারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৭জনের। আহত হয়েছেন বহু দর্শনার্থী। জানা যাচ্ছে মন্দিরের মূল সিঁড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে ফলে আতঙ্কিত হয়ে পড়ে তাঁরা। সকাল ৯ টা সময় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

ঘটনায় প্রায় ৫৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। হঠাৎ করেই দর্শনার্থীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এরপর দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। তারপরেই ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা।  

হরিদ্বারের পুলিশ সুপার প্রমেন্দ্র সিং ডোবাল জানিয়েছেন, "পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবের কারণে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন দর্শনাথীরা। তার ফলেই পদপিষ্ট হওয়ার ঘটনা  ঘটেছে।"
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

Comments :0

Login to leave a comment