নির্বাচন সদনে পৌঁছে কমিশনের সঙ্গে বৈঠক করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গত মঙ্গলবার নির্বাচন কমিশন মনোজ পন্থকে ১৩ আগস্ট বিকেল ৫টার মধ্যে দিল্লিতে কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনে তলব করেছিল। সেই মতো রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত হয়েছেন দিল্লিতে। ইতি মধ্যে তিনি পৌঁছে গেছেন এবং আধিকারিকদের সাথে বৈঠকে ও শুরু হয়েছে।
নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ৪ জন আধিকারিককে কেন বরখাস্ত করেনি রাজ্য সরকার, সেই প্রশ্নের ব্যাখ্যার জন্যই দিল্লিতে তলব করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে।
নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ৪ জন আধিকারিককে সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ পাঠিয়েছিল কমিশন। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে। তা নিয়েই জবাবদিহি করতে হবে পন্থকে।
সোমবার জাতীয় নির্বাচন কমিশনে মনোজ পন্থের পাঠানো চিঠির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যসচিবের চিঠিতে বলা হয় যে এই আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া 'বাড়াবাড়ি' হয়ে যাবে।
manoj pant eci
দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জবাবদিহি পন্থের

×
Comments :0