ভারতে আর্থিক জালিয়াতিতে দায়ী বিজয় মালিয়া, নীরব মোদী এবং ললিত মোদীর বিচার নিয়ে ব্রিটেনের সঙ্গে হবে আলোচনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের উদ্দেশ্য জানিয়ে এই দাবি করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কের স্টারমারের সঙ্গে বৈঠকে প্রধান লক্ষ্য যদিও ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ চূড়ান্ত করা।
দেশে সংসদের বাদল অধিবেশন শুরু হতে না হতেই ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন এবং সফরসূচি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
মোদী দেশ ছাড়ার আগে বলেছেন, ‘‘ব্রিটেনের সঙ্গে ভারতের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। এই বোঝাপড়া গত কয়েক বছরে বেড়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষার ক্ষেত্রে সমঝোতা রয়েছে।’’
এদিকে মিস্রি বলেছেন, ‘‘ভারতীয় আইন এবং বিচার ব্যবস্থা সংক্রান্ত কিছু প্রশ্ন ব্রিটেনের রয়েছে। ললিত মোদী, নীরব মোদী এবং বিজয় মালিয়াকে ফিরিয়ে দেশে বিচারের মুখে ফেলার প্রক্রিয়ায় তা নিয়ে সমস্যা রয়েছে। তা নিয়ে দু’পক্ষে আলোচনা জারি রয়েছে। আমাদের বক্তব্য বিশদে হাজির করব।’’
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিপুল দেনা রেখে বিদেশ এই তিন ব্যবসায়ীর পালানো নিয়েই বারবার প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি।
মিস্রি জানিয়েছেন ব্রিটেনে খালিস্তানপন্থী গোষ্ঠীগুলির সক্রিয়তার প্রসঙ্গও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলবেন মোদী।
MODI BRITAIN
ব্রিটেনে মোদী: বাণিজ্য চুক্তির পাশাপাশি কথা মালিয়া, নীরবদের নিয়েও

×
Comments :0