বইকথা — নতুনপাতা
জন্মশতবর্ষে সুকান্ত স্মরণ
প্রদোষকুমার বাগচী
সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ শুরু হয়েছে। মাত্র একুশ বছর বেঁচে ছিলেন সুকান্ত। একুশ বছরেই তিনি বিখ্যাত হয়ে গেছেন কবি হিসাবে। ঐ বয়সেই তিনি ক্ষুধার রাজ্যে পৃথিবীকে কেমন লাগে লিখে গিয়েছিলেন। বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবেন বলে অঙ্গীকারও করেছিলেন। তাঁর লেখালেখির সময়কাল ছিল মাত্র আট বছরের। তাঁর হস্তাক্ষরও ছিল দেখবার মতো। সম্প্রতি কোরক সাহিত্য পত্রিকা ‘জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য’ এই শিরোনামে একটি সংখ্যা প্রকাশ করেছে। এতে রয়েছে সুকান্তর কাব্যবৈশিষ্ট্য, কাব্যরচনার ধারা, নির্বাচিত কবিতার অন্তর্গত বিশ্লেষণ ও সুকান্তকে নিয়ে এই সময়ের কবিদের মূল্যায়ন। রয়েছে কৃষ্ণ চক্রবর্তীর ‘সুকান্তের ব্যক্তিত্ব’ শীর্ষক রচনার পুনর্মুদ্রণ। কিশোর কবিকে ফিরে দেখা ও নতুন করে চর্চার ক্ষেত্রে সংখ্যাটি সহায়ক হবে।
কোরক সাহিত্য পত্রিকা : প্রাক্-শারদ ২০২৫। সম্পাদক : তাপস ভৌমিক। দেশবন্ধু নগর, বাগুইআটি, খালধার, কলকাতা-৫৯। ২৪০ টাকা।
Comments :0