CJI Shoe

হিন্দুত্ববাদীদের ছড়ানো বিদ্বেষের ফল, প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার নিন্দায় বেবি

জাতীয়

সুপ্রিম কোর্টের মধ্যেই প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার কড়া নিন্দা করল বিরোধীরা। সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি বলেছেন যে এই আক্রমণের কোনও ব্যক্তির বিরুদ্ধে কেবল নয়। আক্রমণ বিচারব্যবস্থার মর্যাদার ওপর।
বেবি বলেছেন, ‘‘প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার ঘটনার তীব্র নিন্দা করছি। প্রধান বিচারপতিকে কেবল নয়, বিচারব্যবস্থার মর্যাদার ওপর এই আক্রমণ।’’
বেবি বলেছেন, ‘‘এই ঘটনা দেখিয়ে দিচ্ছে হিন্দুত্ববাদীদের ছড়ানো সাম্প্রদায়িকতা এবং জাত বিদ্বেষের বিষ কিভাবে সমাজকে কলুষিত করছে। প্রধান বিচারপতি একজন দলিতও। এই মনুবাদী মানসিকতাকে প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে।’’  
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। দায়ী আইনজীবীর অনুমোদন বাতিল করতে হবে। 
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘‘সঙ্ঘ পরিবারের যে ঘৃণা ছড়ায় তার প্রতিফলন এই ঘটনা। এই কাণ্ড অত্যন্ত উদ্বেগজনক।’’ 
সিপিআই(এম)’র এই পলিট ব্যুরো সদস্য বলেছেন, ‘‘এটা কোনও ব্যক্তি বিশেষের অপকর্ম হিসেবে দেখার সুযোগই নেই। যেভাবে অসহিষ্ণুতা বাড়ানো হয়েছে তার পরিণাম এই আচরণ। সঙ্ঘ পরিবারের ঘৃণা ভাষণের ফলাফল।’’
এনসিপি’র প্রবীণ নেতা শারদ পাওয়ার বলেছেন, ‘‘এই অবমাননা কেবল বিচারব্যবস্থার নয়, সংবিধানেরও।’’ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, ‘‘সাংবিধানিক এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের। এই আক্রমণ গণতন্ত্র এবং সংবিধানের ওপর আক্রমণ।’’ তিনি বলেছেন, ‘‘দেশের এই অবস্থার জন্য দায়ী একজনই- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও।

এদিন প্রবীণ ওই আইনজীবীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। পরে দিল্লি পুলিশ জানায় যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ না দায়ের করায় ছেড়ে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, জুতে ছোঁড়ার পর ‘সনাতন ধর্মের অপমান সইব না’ বলে চিৎকার করছিলেন ওই আইনজীবী। এই ঘটনার পরও শুনানি বন্ধ করেননি গাভাই।   

Comments :0

Login to leave a comment