‘আটকে দাও সবকিছু’। এমনই স্লোগান তুলে ফ্রান্সের শহরে শহরে চলছে বিক্ষোভ। বিক্ষোভে অন্তত ৮০ হাজার সদস্য নেমেছে বলে দাবি সেদেশের একটি ছাত্র সংগঠনের।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। তারপরই ভেঙে পড়তে থাকে বিক্ষোভ।
ফরাসী সংবাদমাধ্যমে বিক্ষোভকারীদের একাংশ বলেছেন, লেকর্নু সেই ব্যয় সঙ্কোচনের নীতি ধরেই চলবেন। জনতার সামাজিক সুরক্ষা কেড়ে নেওয়া হবে। বিক্ষোভে নামা ছাড়া উপায় নেই।
মধ্য দক্ষিণপন্থী লেকর্নুকে প্রধানমন্ত্রী করার পরই বিভিন্ন অংশ বলতে থাকে যে জনতার রায়কে একেবারেই গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতি। উপেক্ষা করছেন জনমতকে।
বহু জায়গায় প্রতিবাদে নামতে দেখা গিয়েছে প্যালেস্তাইনের পতাকা হাতে। দেশের অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে মিলে গিয়েছে গাজায় আগ্রাসনের বিরোধিতা। প্রতিবাদের আরেক কারণ বিশ্ব উষ্ণায়ন রোধে প্রয়োজনীয় নীতি না নেওয়া।
এদিন প্যারিসের বেশ কিছু এলাকায় বিক্ষোব হিংসাত্মক হয় বলে অভিযোগ প্রশাসনের। একটি রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
পাশাপাশি মিছিল হয়েছে মার্সেই, লিও-র মতো শহরে। প্রশাসনেরই হিসেব প্রতিটি মিছিলে কম পক্ষে ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
France Protest
ফ্রান্সের শহরে শহরে বিক্ষোভ, ব্যয় সঙ্কোচন নীতির প্রতিবাদ

×
মন্তব্যসমূহ :0