Bulldozer

দাসপুরে চললো বুলডোজার,ভাঙা হলো শ্রমজীবীর বসতি

জেলা

পুনর্বাসন ছাড়াই দাসপুরে চললো বুলডোজার,ভাঙলো একাধিক বাড়ি। এই বর্ষার ও টানা প্রাকৃতিক দূর্যোগের মধ্যে সময় চাইলেও পরিবার গুলির কথা শোনা হয়নি। বিজেপি শাসিত রাজ্য গুলিকেও হার মানিয়ে মমতা ব্যানার্জীর প্রসাশন জোড়া বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিলো প্রান্তিক মানুষের ঘরবাড়ি সহ ক্ষুদ্র দোকানদানীর ঘর। রুটি রুজির সংকট চলাকালীন প্রথম দিনেই ১৫ টি ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার গুলি কোথায় মাথা গুঁজবে তা নিয়ে কান্নায় ভেঙে পড়েন। আরও ২২ টি ঘর ভাঙার নোটিশও সাঁটিয়ে দেয় প্রসাশন।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে টালিভাটা বাজারে ঘটেছে ঘটনাটি। জানা যায় এখানে টালিভাটার জন্য সরকারী জমি লিজে নিয়ে ছিলেন এক ব্যক্তি। বর্তমান সময়ে টালি ভাটা আর চলে না। এই টালিভাটার শ্রমিক পরিবার সহ যারা কর্মীরা কাজ করতেন তারাই ঘর বানিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করছিলেন। পাশাপাশি দোকান খুলে সংসার চালাতেন। এমন ৫০ অধিক পরিবারকে তুলে দিয়ে সেই জায়গা সরকারী ভাবে দখল করার জন্য আইনি পদক্ষেপ নেয় রাজ্য সরকার। গরীব মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আইনি ভাবে হাইকোর্টের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালায় প্রসাশন। 
ঘরবাড়ি ভাঙতে এলে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বচ্সা বাঁধে। পরে বুলডোজার দিয়ে সেই জায়গার ঘরবাড়ি ভেঙে ফেলা হয়।

প্রশাসনের এই ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে ঘাটালবাসীদের মধ্যে। তাহলে কি এরপর ঘাটালে নদী বাঁধে বসবাসকারীদের উচ্ছেদ করা হবে। এই নিয়ে নানা মানুষ বিভিন্ন মত প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের যোগী রাজ্যের আদলে রাস্তায় বুলডোজার চলছে। শেষ পরিণতি কী হয় ঘাটালে বুলডোজার চালায় তা নিয়ে উদ্বেগ বেড়েছে ঘাটালবাসীর।

Comments :0

Login to leave a comment