প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অপর মন্ত্রীদের অপসারণে পেশ বিলের বিরোধিতা করল সিপিআই(এম)। গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে নিয়ে এই পদক্ষেপের বিরোধিতায় নামার ঘোষণা করা হয়েছে পলিট ব্যুরো বিবৃতিতে। বিরোধীদের যৌথ প্রতিরোধের আহ্বানও জানানো হয়েছে।
পলিট ব্যুরো বলেছে কেন্দ্রের বিজেপি সরকারের এই পদক্ষেপ তাদের অগণতান্ত্রিক প্রবণতাকে স্পষ্ট করেছে ফের।
এদিন লোকসভায় এই তিন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যার একটি সংবিধানের ১৩০ তম সংশোধনী বিল। অপর দু’টি বিলে, একই উদ্দেশ্যে, কেন্দ্রশাসিত অঞ্চল আইন এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিলে বলা হয়েছে যে ৩০ দিন হেপাজতে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনও মন্ত্রীর পদ বাতিল হবে। বিরোধীদের তীব্র প্রতিবাদের জেরে বিল তিনটি পাঠানো হয় সংসদীয় যৌথ কমিটিতে। সংসদের পরের অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে কমিটিকে সুপারিশ পেশ করতে হবে। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পলিট ব্যুরো বলেছে যে শাস্তি দেওয়ার চালু আইনি প্রক্রিয়াকে অগ্রাহ্য করতে পেশ এই তিন বিল বিজেপি সরকারের অগণতান্ত্রিক প্রবণতাকে স্পষ্ট করছে। এর আগেও দেখা গিয়েছে বিচার প্রক্রিয়াকে এড়াতে কোনও একটি অপরাধকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে আইন পাশ করেছে।
পলিট ব্যুরো বলেছে যে এই সরকারের নয়া ফ্যাসিবাদী প্রবণতার কারণে নিশ্চিতভাবে বলা যায় যে এমন আইনকে বিরোধী বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। এই পদক্ষেপ অত্যন্ত আপত্তিকর। গণতন্ত্রের জন্য ভারসাম্যের প্রয়োজন তার পক্ষে ক্ষতিকর। অভিযোগকে ঢাল করা হয়েছে আসল অভিসন্ধি আড়াল করতে।
Polit Bureau on CM-PM Bill
প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী অপসারণের বিল বিরোধীদের জন্যই, প্রতিরোধের আহ্বানে পলিট ব্যুরো

×
Comments :0