Polit Bureau J&K

ক্ষমা চাইতে হবে জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপালকে, দাবি পলিট ব্যুরো

জাতীয়

জম্মু ও কাশ্মীরের জনতার আবেগ নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে বিজেপি-কে। মুখ্যমন্ত্রী এবং রাননৈতিক নেতাদের হেনস্তার জন্য ক্ষমা চাইতে হবে উপ রাজ্যপালকে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সিপিআই(এম) নেতা ইউসুফ তারিগামির মতো নেতাদের ঘরবন্দি করে  ১৩ জুলাই ‘শহীদ দিবস’ পালন আটকেছেন উপ রাজ্যপাল মনোজ সিন্‌হা। তার কড়া নিন্দা করে এই দাবি জানিয়েছে সিপিআই(এম)।
১৩ জুলাই রবিবার, কেন্দ্রের পাঠানো উপ রাজ্যপালের নির্দেশে বিজেপি-বিরোধী বিভিন্ন দলের নেতাদের ঘরবন্দি করা হয়। জম্মু ও কাশ্মীরে এই দিনটি ‘শহীদ দিবস’ হিসেবে পালন করা হতো। পরাধীন ভারতে ওই দিন ২২ জন নিহত হয়েছিলেন। পাঁচিল টপকে শ্রদ্ধা জানাতে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোমবার ন্যাশনাল কনফারেন্স শ্রদ্ধা জানাতে যায়। 
সোমবার পলিট ব্যুরো বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি’র কেন্দ্রীয় সরকার নিজেদের নির্দেশ এবং পিছিয়ে থাকা দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে। জম্মু ও কাশ্মীরের ‘শহীদ দিবস’-র ছুটি বাতিল করছে। অথচ, স্বাধীনতা সংগ্রামীদের হত্যায় দায়ী মহারাজার জন্মদিনে ছুটি দিচ্ছে। কেন্দ্রের পাঠানো উপ রাজ্যপাল জম্মু ও কাশ্মীরের নির্বাচিত সরকারের কাজকর্মে বাধা তৈরি করছেন।   
পলিট ব্যুরো বলেছে, ১৯৩২’র ১৩ জুলাই ডোগার রাজের বাহিনী হত্যা করেছিল ২২ জনকে। বিবৃতিতে দাবি, ‘শহীদ দিবস’-র ছুটি ফের চালু করতে হবে জম্মু ও কাশ্মীরে। মানুষের আবেগকে সম্মান জানাতে হবে। জম্মু ও কাশ্মীরের জনতার গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানাতে হবে কেন্দ্রের বিজেপি সরকারকে।

Comments :0

Login to leave a comment