রবিবারও বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছে গিয়ে সর্বহারা মানুষের ত্রাণ সামগ্রী তুলে দিল সিপিআই(এম) দার্জিলিং জেলা কমিটির প্রতিনিধিদল। জেলা সম্পাদক সমন পাঠকের নেতৃত্বে প্রতিনিধিদল পৌঁছে যায় পাহাড়ের দুর্গত এলাকাযর ত্রাণ শিবির গুলিতে। প্রতিনিধি দলে ছিলেন শচীন খাতি, দিলীপ সিং, চেতন গুরুঙ, কিরণ রাই, সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
ফুলবাড়ি এলাকা থেকে পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম পাহাড়ের প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করেছেন সিপিআই(এম) নেতাকর্মীরা। সোনাদা ভ্যালি এলাকায় একাধিক বিধ্বস্ত এলাকা দেখে মানুষজনের সঙ্গে কথা বলেন। রিংতাম, হোপটাউন, ফুলবাড়ি, বাসনেট ধুরা, শান্তি ধূরা, চন্দ্রবান ধুরা, সিডারের মতো এলাকায় গিয়েছে সিপিআই(এম) প্রতিনিধি দল। এই সমস্ত এলাকার বেশিরভাগ মানুষই ধস জনিত পরিস্থিতিতে একেবারে অসহায় হয়ে পড়েছেন। কারোর বাড়িঘর সম্পূর্ণ ধসে মাটি চাপা পড়ে গেছে। আবার অনেকের বাড়ির নিচের মাটি সরে গিয়ে ঘরগুলো সব বিপজ্জনক অবস্থায় ঝুলছে। যে কোন সময় পাহাড়ি খাতে গড়িয়ে পড়তে পারে।
৪ অক্টোবর থেকে প্রাকৃতিক বিপর্যয়ের পর এই সব এলাকায় বসবাসের মতো উপযুক্ত কোন পরিবেশে নেই। নিরাপত্তাহীন বিনিদ্র অবস্থায় দিন কাটাতে হচ্ছে পাহাড়বাসীদের। রবিবার ফুলবাড়ির একটি ত্রাণ শিবিরে পৌঁছে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে চাল ডাল থেকে শুরু করে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল সহ প্রয়োজনীয় দান সামগ্রী বন্টন করা হয়েছে।
ফুলবাড়ির একটি গ্রামে সাংবাদিক বৈঠক করে প্রাকৃতিক দুর্যোগে সব হারানো বাসিন্দারের পুর্নবাসন, বিশেষ প্যাকেজ ঘোষণা সহ এই পরিস্থিতিকে অবিলম্বে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করার দাবি জানান সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন। এত বড় প্রাকৃতিক দুর্যোগে সরকারের কোন তৎপরতাই পরিলক্ষিত হয়নি। পূর্বাভাস সত্ত্বেও আগাম সতর্কতা জারি করা হয়নি। পরিণতিতেই এতো মানুষের প্রাণ গিয়েছে। দার্জিলিঙে চা বাগানে শ্রমিকদের জমি সহ বাড়ি ঘর সম্পূর্ণ ধসে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ওই চা বাগানের মধ্যেই জমি দিয়ে স্থায়ী পুর্নবাসনের ব্যবস্থা করা, অসুক্ষিত জায়গায় নদীর ধারে থাকা মানুষদের নিরাপদ স্থানে পুর্নবাসনের বসবাসের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, কেবল কয়েকদিনের ত্রাণ বিলি করলে হবে না। বিপর্যস্ত পরিবারগুলির দায়িত্ব সরকারকে নিতে হবে। এই সমস্ত ইত্যদি দাবিতে ইতোমধ্যেই দার্জিলিঙ জেলা শাসককে সিপিআই(এম) জেলা কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
পাঠক বলেন, এত বড় বিপদের মধ্যেও তৃণমূল ও বিজেপি ভোটের ফায়দা লোটার রাজনীতি করছে। সমস্ত রাজনীতির উর্ধ্বে উঠে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মুখ্যমন্ত্রী আসছেন যাচ্ছেন। অনেক কেন্দ্রীয় মন্ত্রী, এমপি, এমএলএ—রা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য এখনও পর্যন্ত কোন বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়নি। ‘ল্যান্ডস্লাইড ম্যানেজমেন্ট সেন্টার’ বা ধস পরিস্থিতি সামলানোর কেন্দ্র স্থাপনের দাবিও জানান তিনি।
Comments :0